ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে চিঠি দিতে কিমের ‘ডান হাত’ যুক্তরাষ্ট্রে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ট্রাম্পকে চিঠি দিতে কিমের ‘ডান হাত’ যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোল, ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের দ্বিতীয় বৈঠক নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন ভ্রমণ করছেন উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা কিম ইয়ং চোল।

শুক্রবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন চোল- এমনটি জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে।

সংবাদমাধ্যম বলছে, কিম ইয়ং চোল কিম জং উনের খুবই বিশ্বস্ত লোক।

তাকে কিমের ‘ডান হাত’ বলা হয়। তিনি দেশটির একজন শীর্ষস্থানীয় আলোচক। সেইসঙ্গে তিনি দেশের সাবেক গোয়েন্দা প্রধানও।

চোল চীনের রাজধানী বেইজিং থেকে যাত্রা করে ওয়াশিংটন পৌঁছেছেন। তিনি কিম জং উনের কাছ থেকে আরেকটি চিঠি নিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য। এছাড়া শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে তার বৈঠক হওয়ারও কথা রয়েছে।

এদিকে, ট্রাম্প এবং কিমের শীর্ষ দ্বিতীয় বৈঠকটি এশিয়া দেশ ভিয়েতনামে হতে পারে গুঞ্জন উঠেছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।