ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে কার্গো প্লেন বিধ্বস্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
ইরানে কার্গো প্লেন বিধ্বস্ত বিধ্বস্ত কার্গো প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানে বোয়িং ৭০৭ কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে মালামাল ছিল এবং এটি ১০ ব্যক্তিকে বহন করছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট করেছে।

সোমবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

দুর্ঘটনা কবলিত কার্গো প্লেনটি তেহরানের পশ্চিমে কারজ বিমানবন্দরে নামার কথা ছিল।

কিন্তু অবতরণের জন্য নিচে নামার সময় প্লেনটি বিধ্বস্ত হয়ে যায়।

সংবাদমাধ্যম বলছে, কিরগিজস্তানের রাজধানী বিসকেক থেকে মালবাহী প্লেনটি ১০ ব্যক্তিকে নিয়ে তেহরানে যাচ্ছিলো। পরে প্লেনটি কারাজ বিমানবন্দরের রানওয়ে ধরতে ব্যর্থ হয়ে একটি দেয়ালে গিয়ে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই দ্রুত বিধ্বস্ত এলাকায় মিডিভেক হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।