ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ঝড়-ভূমিধসে অন্তত ৬০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ফিলিপাইনে ঝড়-ভূমিধসে অন্তত ৬০ জনের প্রাণহানি প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা, সেই সঙ্গে যোগ হয়েছে ভূমিধস

ফিলিপাইনে ঝড় ও ভূমিধসে অন্তত ৬০ জন মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে প্রাণহানির সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিকল প্রদেশে আঘাত হানা ঝড় ‘উসমান’র তাণ্ডবে এতো সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।  

ঝড়টি এতো শক্তিশালী হবে তা আঁচ করতে পারেননি স্থানীয়রা।

এতে নিখোঁজ ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের বেসামরিক নিরাপত্তা বিভাগের পরিচালক ক্লাওদিও উকোত জানান, লোকজন উৎসবের আমেজে ছিলেন, এছাড়া ঝড়ের কোনো ধরনের পূর্ব সর্তকতাও ছিলো না।

তবে ঝড়ের বাতাসের গতিবেগ বেশি থাকলেও প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির সংখ্যা বাড়াচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর আগে গত সেপ্টেম্বরে টাইফুন ‘মাংকুত’র আঘাতে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা সুপার টাইফুন ‘হাইয়ান’র আঘাতে সাত হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।