ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বড়দিনে ইরাকে জাতীয় ছুটি ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
বড়দিনে ইরাকে জাতীয় ছুটি ঘোষণা ইরাকে বড়দিন উদযাপন, ছবি: সংগৃহীত

ঢাকা: বড়দিন উপলক্ষে জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে মুসলিম প্রধান দেশ ইরাক।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে খ্রিষ্টানদের বার্ষিক এ উৎসবের দিন ইরাকজুড়ে ছুটি থাকবে বলে দেশটির সরকার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করে।

এর আগে ইরাকি মন্ত্রিপরিষদ তাদের জাতীয় ছুটি তালিকার আইনকে সংশোধন করে অনুমোদন দেয়।

তাতে যিশু খ্রিষ্টের জন্ম উপলক্ষে একদিন সরকারি ছুটি হিসেবে সংযুক্ত করা হয়।

যদিও আগে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে শুধুমাত্র ইরাকি খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় বিরতি হিসেবে বড়দিনটি মনোনীত ছিল। কিন্তু এখন এর সংশোধন করে সবার জন্য ছুটি প্রসারিত করা হয়।

ইরাকি সরকার টুইটারে এমনই বলেছে, আমাদের খ্রিষ্টান নাগরিকদের ক্রিসমাসের শুভেচ্ছা। সব ইরাকি দিনটি উদযাপন করতে পারবে এখন থেকে।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ৯৫ শতাংশ মানুষ মুসলমান। তার মধ্যে ৬৬ শতাংশ শিয়া এবং ২৯ শতাংশ সুন্নি সম্প্রদায়ের।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।