bangla news

নেপালে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-২২ ১:১৮:৪৮ পিএম
খাদে পড়ে যাওয়া বাস উদ্ধার করা হচ্ছে (সংগৃহীত ছবি)

খাদে পড়ে যাওয়া বাস উদ্ধার করা হচ্ছে (সংগৃহীত ছবি)

নেপালের পশ্চিমাঞ্চলে শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে জানান, বাসটিতে শিক্ষকসহ মোট ৩৭ জন ছিলেন। শুক্রবার (২১ ডিসেম্বর) ডাং জেলায় শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল বাসটি। যাত্রাপথে তুলসিপুর শহরের কাছে বাসটি খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীদের বয়স ১৬-২০ এর মধ্যে। এ দুর্ঘটনায় দুই শিক্ষক ও বাস ড্রাইভারেরও প্রাণ গেছে।

বেহাল সড়ক ব্যবস্থা, যানবাহন পরিচালনায় অব্যবস্থাপনা এবং বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে প্রায়ই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটে। এক সপ্তাহ আগেও দেশটিতে ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ গেছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
আরআর 

ক্লিক করুন, আরো পড়ুন :   আন্তর্জাতিক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-22 13:18:48