ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অমৃতসরে উপাসনালয়ে গ্রেনেড হামলা, নিহত ৩ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
অমৃতসরে উপাসনালয়ে গ্রেনেড হামলা, নিহত ৩ আহত ১০

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসর শহরে একটি উপাসনালয়ে গ্রেনেড হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৮ নভেম্বর) দুপুরের দিকে অমৃতসর বিমানবন্দরের আট কিলোমিটার দূরে আধিবালা গ্রামে ‘নিরঙ্করী’ নামে পরিচিত একটি সম্প্রদায়ের ওই উপাসনালয়ে এ গ্রেনেড হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ ঢেকে মোটরসাইকেল চড়ে আসা দুই ব্যক্তি ‘নিরঙ্করী ভবনে’ গ্রেনেড ছুড়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ আইভি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সুরিন্দর পল সিং সাংবাদিকদের বলেন, প্রতি রোববার ‘নিরঙ্করী’ উপাসনালয়ে হাজারো পুণ্যার্থী জড়ো হন। রোববার হামলার সময়ও উপাসনালয়ের ভেতরে ৫০০ পুণ্যার্থী ছিলেন।

সম্প্রতি রাজ্যে ৬-৭ জন সন্ত্রাসী প্রবেশে করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর পাঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। যদিও গত সপ্তাহে পাঠানকোট শহরের মাধোপুর এলাকায় চারজনকে ধরে ফেলা হয়।

অমৃতসরে এই হামলার পর দিল্লিতে নিরঙ্করী আশ্রমেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।