ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সফলভাবে সম্পন্ন হলো ‘উভচর’ প্লেনের টেস্ট ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
সফলভাবে সম্পন্ন হলো ‘উভচর’ প্লেনের টেস্ট ফ্লাইট বিশ্বের সবচেয়ে বড় উভচর প্লেন

ঢাকা: চীনে নির্মাণ করা বিশ্বের সবচেয়ে বড় যে উভচর প্লেন (জল ও স্থল থেকে উড্ডয়ন বা অবতরণে সক্ষম), সেটির সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘এজি৬০০’ নামের ওই প্লেনটি মসৃণভাবে উড্ডয়ন ও অবতরণ করে।

শনিবার (২০ অক্টোবর) এজি৬০০ এর টেস্ট ফ্লাইট শেষ হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়। চীনের হুবেই প্রদেশের জিংমেনে প্লেনটি আকাশ থেকে পানিতে অবতরণ করে।

দেশটির রাষ্ট্রীয় ফার্ম অ্যাভিয়েশন ইন্ড্রাস্ট্রি করপোরেশন অব চায়না এ উভচর প্লেন নির্মাণ করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫১ মিনিটে জাংহে জলাশয় থেকে এজি৬০০ উড্ডয়ন করে। এরপর আকাশপথে প্লেনটি থাকে প্রায় ১৫ মিনিট।

প্লেনটির কোড নাম ‘কুলং’। চার সদস্যের একটি দল প্লেনটি পরিচালনা করে।

গত মাসে ১৪৫ কিলোমিটার উচ্চগতিতে প্লেনটি পানিতে প্রথম ‘ট্যাক্সিং’ সম্পন্ন করে।

এজি৬০০ প্লেনটি চারটি টার্বপ্রোপ ইঞ্জিন দিয়ে গঠিত। এছাড়াও এর উড্ডয়ন সীমা রয়েছে ১২ ঘণ্টা।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, নৌপথের উদ্ধার কার্যক্রম, পর্যবেক্ষণ ও অগ্নিনির্বাপণের জন্য প্লেনটি ব্যবহার করা হবে।

গত বছরের ডিসেম্বরেও প্লেনটি সফলভাবে উড্ডয়ন করে। এছাড়াও এটি পানিতে আটটি ট্যাক্সিং টেস্ট সম্পন্ন করেছে। যাতে এর গতি ছিল ঘণ্টা প্রতি ১২০ কিলোমিটার ও ৮০ কিলোমিটার।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।