ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

চেয়ারের নিচে বোমা, আফগান নির্বাচনী প্রার্থী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
চেয়ারের নিচে বোমা, আফগান নির্বাচনী প্রার্থী নিহত  বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের আসন্ন নির্বাচনের প্রার্থী আবদুল জাবার কাহরামানসহ চার ব্যক্তি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। 

বুধবার (১৭ অক্টোবর) হেলমান্দ প্রদেশের লস্কর গাহ শহরে কাহরামানের কার্যালয়ে এ হামলা ঘটে। তিনি আগামী শনিবার (২০ অক্টোবর) দেশটিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের প্রার্থী ছিলেন।

কাহরামানের সমর্থকরা বলছেন, লস্কর গাহ শহরে কাহরামানের কার্যালয়ে ডেস্কের নিচে বোমা রাখা হয়েছিল। সেই বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ হারান এ নেতা।  

হেলমান্দ গর্ভনরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত ব্যক্তি। নির্বাচনী ক্যাম্পেইন কার্যালয়ে কাহরামানের চেয়ারের নিচে বোমা রাখা ছিল। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।  

বিদ্রোহী গোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে সতর্ক করে বলেছে যেন শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ না করেন।  

এছাড়া নির্বাচনে স্কুল ভবনগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করতে না দেওয়ার জন্যও সতর্ক করে দিয়েছে তারা।

গত দুই মাসে আফগানিস্তানে কাহরামানসহ ১০ প্রার্থী প্রাণ হারিয়েছেন। এছাড়াও এ দু’মাসে দুইজন প্রার্থী অপহৃত হয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে আহত হয়েছেন চারজন।  

গত সপ্তাহে দেশটির তাখর প্রদেশে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় প্রাণ হারান ২২ জন।  

বিদ্রোহী গোষ্ঠী তালেবান আসন্ন নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad