ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রেনের ধাক্কায় ১০ অটোরিকশা যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
পাকিস্তানে ট্রেনের ধাক্কায় ১০ অটোরিকশা যাত্রী নিহত খুশাল খান খাত্তাক এক্সপ্রেসের একটি ট্রেন, ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের কাসেমিরোতে ট্রেনের ধাক্কায় একটি অতিরিক্ত যাত্রী বহনকারী অটোরিকশার অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় রিকশায় থাকা আরও পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে খুশাল খান খাত্তাক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। এসময় ট্রেনটি করাচি থেকে পেশোয়ারে যাচ্ছিলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, হায়বাত শহীদ এবং কান্দ খত রেল স্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে ১৫ জন যাত্রী নিয়ে ক্রসিং পার হচ্ছিলো একটি অটোরিকশা। এসময় এটিকে ধাক্কা দেয় খুশাল খান খাত্তাক এক্সপ্রেস। এতে বিধ্বস্ত হয়ে যায় রিকশাটি। সেইসঙ্গে ঘটনাস্থলেই মারা যান অন্তত ১০ জন। এছাড়া বাকি পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দেশটির রেলওয়ের এক মুখপাত্র।

এদিকে, এ ঘটনায় পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।