ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত অন্তত ১২ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে হামলায় নিহত অন্তত ১২  নির্বাচনী সমাবেশে বিস্ফোরণ

আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে বিস্ফোরণে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন। 

শনিবার (১৩ অক্টোবর) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, আগামী ২০ অক্টোবর দেশটির সংসদীয় নির্বাচনের জন্য এক নারী প্রার্থীর সমাবেশে হামলা চালানো হয়।

 

তাখর প্রদেশ পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, মোটরসাইকেল থেকে সমাবেশে হামলা চালানো হয়। দুবৃর্ত্তরা নারী প্রার্থী নাজিবা ইউসুফ বেককে লক্ষ্য করে এ হামলা করেন।  

তিনি বলেন, এ ঘটনায় ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়াও আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকও রয়েছেন।  

তবে এখনও কোনো বিদ্রোহী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের তাখর প্রদেশ তাজিকিস্তান সীমান্তে অবস্থিত। অঞ্চলটিতে দীর্ঘদিন থেকে তালেবান সদস্যরা বিদ্রোহ করে আসছেন। তাদের বিরুদ্ধে আসন্ন নির্বাচন বয়কট করার জন্য আফগানদের উদ্ধুদ্ধ করার অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।