ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

উগান্ডায় ভূমিধসে নিহত ৩১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
উগান্ডায় ভূমিধসে নিহত ৩১ উগান্ডায় ভূমিধসে নিহত ৩১ (সংগৃহীত ছবি)

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পূর্বাঞ্চলে মাউন্ট এলগনে ভয়াবহ ভূমিধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩১ জন।

শুক্রবার (১২ অক্টোবর) দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসে ওই এলাকার অসংখ্য বাড়িঘর ও গৃহপালিত পশু মাটির নিচে চাপা পড়ে।  

দেশটির দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কমিশনার মার্টিন ওয়ার জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে এলগন পাহাড় থেকে ওই ধস নেমে আসে।

এতে পাদদেশে থাকা ছোট্ট শহরে ব্যাপক ক্ষতি হয়েছে।

দেশটির দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কমিশনার মার্টিন ওয়ার জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই এলাকার অধিকাংশ মানুষ আটকে পড়েছিলেন একটি ট্রেডিং সেন্টারে। পাহাড়ের বড় বড় পাথর গড়িয়ে নদীতে পড়ে নদীর পানিতে ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষকে।

কমিশনার মার্টিন ওয়ার বলেন, দুর্যোগের পর ওই এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। পাশাপাশি দুর্গতদের মধ্যে ত্রাণ সরবরাহ বিতরণও চলছে।  

দুর্ঘটনা কবলিত এলাকাটি দেশটির রাজধানী কামপালা থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরে, যা কেনিয়া সীমান্তের কাছাকাছি। ভূমিধসপ্রবণ এলাকাটিতে এর আগে ২০১০ সালে ধসে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৮০ জন মানুষ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এপি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।