ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান হওয়া অনিশ্চিত কাভানাহ’র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান হওয়া অনিশ্চিত কাভানাহ’র ব্রেট কাভানাহ ও ডোনাল্ড ট্রাম্প। ছবি-রয়টার্স

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে ব্রেট কাভানাহ মনোনয়ন পেলেও তিনি আদৌ ওই পদে নিয়োগ পাবেন কি না তা এ সপ্তাহ শেষ না হলে জানা যাবে না।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেট জুডিশিয়ারি কমিটি তার পক্ষে ভোট দিলেও বিরোধীতা করেন কমিটির প্রধান চক গ্রেসলি।  

তিনি এফবিআইয়ের মাধ্যমে কাভানাহ’র বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে তদন্তের দাবি জানান।

তদন্ত এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করারও দাবি জানান তিনি। ট্রাম্প এ প্রস্তাবে রাজি হয়ে কাভানাহ’র বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন এফবিআইকে। ফলে কাভানাহ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান হবেন কি না সে সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য ঝুলে গেলো।

উল্লেখ্য, কাভানাহর বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ক্রিস্টিন ব্লেজি ফোর্ড অভিযোগ করেছেন, কিশোর বয়সে ফোর্ডের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন কাভানাহ।  

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাভানাহ।  

বাংলাদেশ সময়: ০৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ইএআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ