ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত ১, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত ১, আহত ১০

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে আঘাত হানা ৬.১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, দশজন আহত এবং বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থার একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, ঘন ঘন পরাঘাতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত আছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পালু শহরের ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের ১৮ দশমিক ১ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে ৬.১ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে।

এর ঠিক দুই মিনিট পর বিকেল ৩টা ৩ মিনিটে পালুর ৭৭ কিলোমিটার উত্তর-পূর্বে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর ৩টা ২৯ মিনিটে ৫৭ কিলোমিটার উত্তরে ৪ দশমিক ৯ মাত্রার কম্পন অনুভূত হয়।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এসব ভূমিকম্পে কেউ আহত হওয়ার কথা জানা যায়নি।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ ইন্দোনেশিয়া। মাসখানেক আগে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত হন। ভূমিকম্পের পর প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।