ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

পম্পেও’র উত্তর কোরিয়া সফর স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
পম্পেও’র উত্তর কোরিয়া সফর স্থগিত

উত্তর কোরিয়া যাওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই তার উত্তর কোরিয়া সফর স্থগিত করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। 

একটি টুইটের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রক্রিয়ার তেমন কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কারণে পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছে না চীন।

 

যদিও উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সঙ্গে বৈঠকের পর দেশটিকে পমাণবিক হুমকিমুক্ত বলে ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু এরপর জাতিসংঘসহ একাধিক পক্ষ দাবি করে, উত্তর কোরিয়া পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি।  

সম্প্রতি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে।

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাওয়ার কথা ছিল পম্পেও’র। এটি হতে যাচ্ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চতুর্থ সফর।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।