ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

‘নভিচক’ ব্যবহারে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
‘নভিচক’ ব্যবহারে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা  বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট দিয়ে হত্যা চেষ্টার দায়ে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

ঢাকা: যুক্তরাজ্যে বসবাসকারী দুজন রাশিয়ান এজেন্টকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট দিয়ে হত্যা চেষ্টার দায়ে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নতুন এ নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন।

খবরে বলা হয়, এর আগে চলতি বছরের মার্চে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে সেলসবারি শহরের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। নভিচক নার্ভ এজেন্ট ব্যবহারের কারণে তারা মারাত্মক অসুস্থ হয়ে যান কিন্তু কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠেন।  

যুক্তরাজ্য সরকার তাদের অনুসন্ধানের পর এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে। কিন্তু রুশ সরকার অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার (৮ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়, নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগের ঘটনায় মার্কিন সরকার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, রাশিয়া রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা তাদের নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে।  

এদিকে যুক্তরাষ্ট্র সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, সেলসবেরির রাস্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে রাশিয়া পরিষ্কারভাবে উত্তেজক, বেপরোয়া আচরণের বার্তা দিয়েছে।

খবরে বলা হয়, মার্কিন সরকারের নতুন এ নিষেধাজ্ঞা আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। ইলেকট্রনিক উপাদান ও প্রযুক্তির পণ্য রফতানির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হবে বলে খবরে বলা হয়।    

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী ৯০ দিনের মধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা না দিলে আরও কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।