ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ২০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
সিরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ২০০ ছাড়িয়েছে সিরিজ বোমা হামলা। ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২১৫ জনের প্রাণহানি হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তা ও পর্যবেক্ষক দল এ তথ্য জানিয়েছে।

বুধবার (২৫ জুলাই) রাজধানী দামেস্কের দক্ষিণের সুবেইদা শহরে এ হামলা চালানো হয়। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার (এসওএইচআর) বরাত দিয়ে এ খবর দেয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এদিকে, এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

এ ঘটনার পরে সুবেইদা শহরের পূর্বদিকে আইএস সদস্যদের সঙ্গে সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধের খবরও পাওয়া গেছে।

রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা অংশগুলো পুনরায় নিয়ন্ত্রণে নিতে সামরিক অভিযান শুরু করে।  

সংবাদমাধ্যম বলছে, সরকারি নিয়ন্ত্রণে থাকা অংশগুলোর মধ্যে দেশটিতে কয়েক মাসের মধ্যে এ হামলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটলো।

মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা বিবৃতিতে জানায়, দামেস্কের দক্ষিণে সুবেইদা ও উত্তর পূর্বাঞ্চলের গ্রামগুলোতে আত্মঘাতী বোমা হামলা হয়। এতে গ্রামের বাড়িঘরগুলো পুড়ে যায় এবং প্রাণ হারান অনেকেই।

সংস্থাটি আরও জানায়, কমপক্ষে ২২১ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১২৭ জন বেসামরিক।

গত কয়েক মাস ধরেই সরকারি বাহিনীর আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। তারপর থেকেই তারা এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।