ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

গ্রিসে দাবানলে নিহত ২০, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
গ্রিসে দাবানলে নিহত ২০, আহত শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রিসের অ্যাথেন্স শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে ভয়বাহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই শিশু।

এছাড়া শতাধিকের বেশি আহত হয়েছেন। গুরুতর আহত ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
 
মঙ্গলবার (২৪ জুলাই) দেশটির সরকারি মুখপাত্র দিমিত্রিৎস তজাকোপোলোস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে শত শত ফায়ারকর্মী কাজ করছে। স্থানীয়রা তাদের ঘর-বাড়ি ছেড়ে রাজধানীতে আশ্রয় নিচ্ছেন। এছাড়া দাবানলে একটি নৌকায় আগুন ধরে গেলে সেখান থাকা ১০পর্যটক পালিয়ে যান। তাদের অনুসন্ধানে উদ্ধারে অভিযান চলছে।

দেশটির প্রধানমন্ত্রী এলক্সিস সাংবাদিকদের বলেছেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে যা যা করার দরকার আমরা তা করবো।

এরআগে সোমবার (২৩ জুলাই) অ্যাথেন্সের কাছাকাছি অবস্থিত উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিজেদের বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হলিডে ক্যাম্প থেকেও শত শত শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএফআই/বিএসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।