[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪২৫, ২৫ সেপ্টেম্বর ২০১৮
bangla news

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় প্রার্থীসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১০ ১০:০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় এক প্রার্থীসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৫ জন। তবে এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। নিহতের মধ্যে উল্লেখযোগ্য স্থানীয় রাজনীতিবিদ হারুন বিলোউরও রয়েছেন।

স্থানীয় পুলিশ প্রধানের মতে, আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) আয়োজিত একটি প্রচারণা সমাবেশে এ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৬৫ জন আহত হয়েছেন।

প্রাদেশিক পরিষদ নির্বাচনের প্রার্থী ছিলেন বিলোউর। ২৫ জুলাই এখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিলোউরের বাবা বশির বিলোউরও একজন বিশিষ্ট এএনপি রাজনীতিবিদ ছিলেন। ২০১২ সালে আত্মঘাতী বোমা হামলায় তাকে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় ২০০ সমর্থককে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিলোউর।

স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাফকাত মালিক বলেন, আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা একটা আত্মঘাতী হামলা, এ হামলার প্রধান টার্গেট ছিলেন হারুন বিলোউর’।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এমআইএস/আরবি/আরএ

 

ক্লিক করুন, আরো পড়ুন :   পাকিস্তান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa