ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজারের জন্য মানবাধিকার সংগঠনগুলোর সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জুন ২১, ২০১০

নাইজার : পশ্চিম আফ্রিকার খরা-আক্রান্ত দেশ নাইজারের জন্য এক কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার আবেদন করেছে দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

সোমবার আন্তর্জাতিক সংগঠন অক্সফাম ও সেভ দ্য চিলড্রেন পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।



নাইজারে প্রায় ৭০ লাখ মানুষ খাদ্য ঘাটতির মধ্যে পড়েছে। গত বছর ফসল উৎপাদনে ব্যর্থতার পর এই অবস্থা সৃষ্টি হয়েছে। দেশটিতে প্রায় দেড় কোটি মানুষের বসবাস।

সংগঠন দুটির আবেদনের পক্ষে পর জাতিসংঘ জানায়, নাইজারে এর আগে এমন সংকট কখনো দেখা যায়নি।

সেভ দ্য চিলড্রেন জানায়, পাঁচ বছর বয়সের নিচের চার লাখ শিশু অভুক্ত থাকার ঝুঁকিতে রয়েছে। এদিকে, অক্সফাম জানায়, দেশটির বয়স্ক জনগোষ্ঠীর ২০ লাখ মানুষের খাদ্য ঘাটতি চলছে। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে নজর দেওয়া হবে।

গত বছর খরার ফলে শস্য উৎপাদনে ব্যর্থতা ও অন্যান্য প্রধান খাদ্য শস্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশটিতে এই সংকট দেখা দিয়েছে।
 
নাইজারে জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর খারদিয়াতা লো এনদিয়ায়ে বলেন, এবারের অবস্থা ২০০৫ সালের খরার চেয়েও খারাপ । দ্রুতই সাহায্যের প্রয়োজন।

বাংলাদেশ স্থানীয় সময়:১৪০৬ ঘণ্টা, , জুন ২১, ২০১০
এসআইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।