ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের বাইরে গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মার্চ ৩, ২০১৮
হোয়াইট হাউসের বাইরে গুলি হোয়াইট হাউসের বাইরে গুলি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় বাসভবন হোয়াইট হাউসের বাইরে এক ব্যক্তি নিজের ওপর গুলি চালিয়েছে। 

হোয়াইট হাউসের উত্তর পাশে ৩ মার্চ স্থানীয় সময় রাত ১১ টার দিকে বলে এই ঘটনা ঘটে বলে এক টুইট বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেট্রোপলিট্রন ‍পুলিশ তাদের ওয়েবসাইটে এক টুইট বার্তায় প্রকাশ করেছে।  

সেখানে বলা হয়েছে, লোকটি তার কানের পাশে গুলি ছোড়েন।

তবে ছোড়া গুলিতে কেউ হতাহত হয়নি।  

এ ঘটনায় পুলিশ প্রশাসন ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। প্রেসিডেন্ট ফার্স্ট লেডিসহ এসময়  হোয়াইট হাউসের বাইরে ফ্লোরিডায় রয়েছেন।  

বাংলাদেশ সময় ০২০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।