ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ছুরি হাতে ইরানি প্রেসিডেন্টের অফিসে ঢোকার চেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ছুরি হাতে ইরানি প্রেসিডেন্টের অফিসে ঢোকার চেষ্টা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি-সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির অফিস ভবনে ছোরা হাতে জোরপূর্বক ঢুকে পড়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তেহরানের ডেপুটি গভর্নর মোহসেন হামেদানির বরাত দিয়ে সোমবার এই খবর দিয়েছে ফারস নিউজ এজেন্সি।

হামেদানি বলেন, ‘আমরা ওই লোকের পরিচয় এবং তার আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছি।

’  

তাসনিম নিউজ এজেন্সি নামের ইরানের অপর একটি বার্তাসংস্থা জানায়, ওই লোক হাতে একটি বড় ছোরা নিয়ে মধ্য তেহরানে প্রেসিডেন্টের অফিস ভবনে জোর করে ঢোকার চেষ্টা চালায়। এসময় সেখানে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তার পা লক্ষ্য করে গুলি চালায়।

কর্তৃপক্ষের বক্তব্য, ওই লোকের গায়ে ছিল কাফনের কাপড়। এ থেকে মনে হয়েছে সে নিজের জীবন বিসর্জন দিয়েও হলেও কোনো বড় ধরনের অঘটন ঘটানোর জন্য এসেছিল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।