ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জুমার নামাজ পড়ালেন নারী ইমাম!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জানুয়ারি ২৭, ২০১৮
জুমার নামাজ পড়ালেন নারী ইমাম! নারী-ইমাম জামিথা টিচার। ছবি-সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের মানুষ শুক্রবার (২৬ জানুয়ারি) এক অভিনব অভিজ্ঞতার মুখোমুখি হলো। সেখানে জুমার নামাজে ইমামতি করলেন, খুতবা পাঠ করলেন একজন নারী। ৩৪ বছর বয়সী এই নারী-ইমামের নাম জামিথা টিচার।

এনটিভির খবরে প্রকাশ, এই জুমার নামাজটি অনুষ্ঠিত হয় ভারতের দক্ষিণী রাজ্য কেরালার উত্তরাঞ্চলীয় মালাপ্পুরম এলাকায়। জামিথার ইমামতি করার সুযোগটি তৈরি করে দেয় রাজ্যের কোরান সুন্নত সোসাইটি।

এনটিভি জানায়, জুমার নামাজে কোনো মহিলার ইমামতি করার ঘটনা এই রাজ্যে এটাই প্রথম। সম্ভবত গোটা  ভারতেও।

এনডিটিভি আরও জানায়, জামিথা টিচার এই বিরল সম্মান অতো সহজে পাননি। রাজ্যের রাজধানী থিরুভানান্তপুরমে মুসলমানদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে তাকে বয়কট করে আসছে বর্তমানে প্রচলিত রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য রাখার কারণে তাকে বহুবার হত্যার হুমকিও দেয়া হয়েছে। কিন্তু এ সত্ত্বেও তিনি দমে যাননি।

নারী ইমামের সম্মান পাওয়া জামিথা টিচার এনডিটিভির কাছে দাবি করেন, "কোরান সুস্পষ্ট-- (ইসলামে) নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদ-বৈষম্য নেই। ইসলামের চোখে সবাই সমান। "

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।