ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে পাঁচতারা হোটেলে আগুন, ২ জন গুরুতর দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জানুয়ারি ২৪, ২০১৮
যুক্তরাজ্যে পাঁচতারা হোটেলে আগুন, ২ জন গুরুতর দগ্ধ যুক্তরাজ্যের সারের পাঁচতারা হোটেল জ্বলছে

যুক্তরাজ্যের সারেতে একটি পাঁচতারা হোটেলে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গুরুতর আহত অন্তত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা  হয়েছে । আরেকজনকে অক্ষত অবস্থায়  উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, দমকল বাহিনীর অন্তত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ষোড়শ শতকীয় ঐতিহ্যবাহী হোটেল ভবনটির ছাদ এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে।

ঘটনাস্থলের দিকে বেশ ক’টি অ্যাম্বুলেন্স ছুটে গেছে।  

ঐতিহ্যবাহী ভবন হিসেবে স্বীকৃত পাঁচতারা এই অভিজাত হোটেল ভবনটি ষোড়শ শতকের এলিজাবেথীয় যুগে নির্মিত। এটি সারে অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি। বাইরে থেকে তোলা ছবিতে হোটেলটি থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলি ও আগুন উঠতে দেখা যাচ্ছে।

হ্যামবলডন হাউস নামে পরিচিত এই হোটেল ভবনটির আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং দরজা জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়:২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।