ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কের সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত, ৩ সেনা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
তুরস্কের সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত, ৩ সেনা নিহত বিধ্বস্ত তুর্কি সা্মরিক মালবাহী বিমান। ছবি-সংগৃহীত

তুরস্কের একটি সামরিক মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে তিন সেনার মৃত্যু হয়েছে।  

বুধবার (১৭ জানুয়ারি) দেশটির ইস্পার্তা প্রদেশে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।
তুর্কি সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বিমানে দুজন পাইলট ও একজন টেকনিশিয়ান ছিলেন।

ইগিরদির হ্রদের কাছে বিমানটি বিধ্বস্ত হলে এর তিনজন আরোহীই নিহত হন।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।   গ্রিনিচ সময় ০৯৫০ এর দিকে বিমানটির সঙ্গে সকল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেদিকে বেশ কয়েকটি জরুরি উদ্ধারকারী দল রওয়ানা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমএসএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।