ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

কাতারের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কাতারের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করলো সৌদি আরব

ঢাকা: কাতারের সঙ্গে স্থল সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলো সৌদি আরব। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বিরোধের জের ধরে এর আগে প্রতিবেশী দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি আরব ও তার মিত্র কয়েকটি দেশ।

অবরোধের অংশ হিসেবে জল-স্থল ও আকাশপথেও সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। তবে দুই দেশের সীমান্তে চালু ছিলো মাত্র একটি পথ।

অবশেষে সেই সীমান্তপথও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের কাস্টমস কর্তৃপক্ষের এক চিঠিতে জানানো হয় কাতারের সঙ্গে সালওয়া সীমান্ত স্থায়ীভাবে বন্ধ থাকবে। সোমবার রাত থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

গত ৫ জুন দেশটির উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে সৌদি আরব ও তার মিত্ররা। সে সময় প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিলো সীমান্ত পথটি। তবে হজের সময় ফের তা খুলে দেয়া হয়।

অবশেষে পুনরায় তা বন্ধ করে দেয়ায় আক্ষরিক অর্থেই সৌদি আরবের সঙ্গে জল-স্থল ও আকাশ পথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হলো কাতারের।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।