bangla news

পাকিস্তান-আইএমএফ আলোচনা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-২৪ ১:৩০:১৮ এএম

বন্যা-কবলিত পাকিস্তানের অর্থনীতি ঠেলে তুলতে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে আলোচনায় বসেছেন দেশটির কর্মকর্তারা। আলোচনা শুরু হয়েছে গত সোমবার।

সুক্কুর: বন্যা-কবলিত পাকিস্তানের অর্থনীতি ঠেলে তুলতে ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে আলোচনায় বসেছেন দেশটির কর্মকর্তারা। আলোচনা শুরু হয়েছে গত সোমবার।

আইএমএফ জানিয়েছে, তারা পাকিস্তানের বাজেট ও অর্থনৈতিক সম্ভাবনা পর্যালোচনা করবে। সাম্প্রতিব ভয়াবহ বন্যায় পাকিস্তানের অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। এ বন্যায় ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া উৎকণ্ঠা বাড়ছে যে, জঙ্গিরাও হয়ত এ অবস্থার সুযোগ নেবে।

চলতি বছর পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে, শূন্য থেকে ৩ শতাংশের মধ্যে। সরকারি ল্যমাত্রা ছিলো সাড়ে ৪ শতাংশ। জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে অন্যতম শরীক পাকিস্তানের দুর্বল অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।

খাদ্য মন্ত্রী নাজার মুহাম্মদ গোন্ডল বার্তাসংস্থা এএফপি বলেন, বন্যায় সবচেয়ে বেশি আঘাত এসেছে অর্থনীতির মূলশক্তি কৃষির ওপর। ১৭ লাখ হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে তুলা, ধান, আখ, ভুট্টা।

ঋণ কর্মসূচির ক্ষেত্রে আইএমএফ পাকিস্তানের রাজস্ব ল্যমাত্রা কমিয়ে ফেলার অথবা এটা পরিহার করার কথা বলতে পারে। একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা নেওয়ার ব্যাপারেও পাকিস্তানকে বলা হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-08-24 01:30:18