ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তারক্ষীসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, নভেম্বর ১৬, ২০১৭
নিরাপত্তারক্ষীসহ বিজেপি নেতাকে গুলি করে হত্যা নিহত বিজেপি নেতার ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতা ও লোকসভা সদস্য (এমপি) শিব কুমারকে তার নিরাপত্তারক্ষীসহ গুলি করে হত্যা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির কাছাকাছি শহর গ্রেটার নইদার বিসরাখে এ হত্যাকাণ্ড ঘটে।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিজেপি নেতা শিব কুমার চলন্ত গাড়িতে ছিলেন।

গাড়িটি গ্রেটার নইদার বিসরাখ এলাকায় পৌঁছালে কাছাকাছি থেকে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্ত তাকে গুলি করে।  

এতে ঘটনাস্থলেই মারা যান বিজেপি নেতা ও এমপি শিব কুমার। গাড়িতে থাকা দুই নিরাপত্তারক্ষীও গুলিতে মারা গেছেন।

পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের একটি ডিভাইডারে গিয়ে জোরে ধাক্কা লাগে। এতে চালকসহ গাড়িতে থাকা আরু দুইজন গুরুতর হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭/আপডেট: ১৯৩৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।