[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

দিল্লিতে এবার দেড় বছরের শিশুকে ধর্ষণ করলেন বাবার বন্ধু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ৯:৩৭:৩১ এএম
শিশু প্রতীকী

শিশু প্রতীকী

ভারতের রাজধানী দিল্লিতে এবার ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণ করেছেন তার বাবার বন্ধু। শিশুকে ওই ব্যক্তির কাছে রেখে কর্মস্থলে যান বাবা-মা। তখনই চালানো হয় নির্যাতন।

অভিযুক্ত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২১ বছর। ইতোমধ্যে তাকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) শাহপুর জেটে এই ঘটনাটি ঘটেছে।

সন্ধ্যায় মেয়েটির মা বাসায় ফিরে এসে দেখেন তার মেয়ে অসুস্থ, সঙ্গে কান্না করছে। দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সেখানে নিলে জানা যায়, দেড় বছরের শিশু কন্যাকে ধর্ষণ করা হয়েছে। 

পরে পুলিশে খবর দেওয়া হলে, অভিযুক্ত ব্যক্তি আটক হন। ইতোমধ্যে মামলার মধ্য দিয়ে আইনগত ব্যবস্থা চলমান।

অতিরিক্ত ডিসিপি চিন্ময় বিসওয়াল বলেন, মামলা হয়েছে পিওসিএসও’র আওতায়। 

তবে ওই ব্যক্তির নাম কী সেটি এখনও প্রকাশ করেননি তিনি।

বছর পাঁচেক আগে এক মধ্যরাতে বন্ধুর সঙ্গে সিনেমা দেখে ফেরার পথে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছিল। সেই ‘নির্ভয়া কাণ্ডের’ প্রতিবাদে সরব হয়েছিল গোটা দেশ। পরে বিচারকার্য সম্পন্ন হয়। কিন্তু থামেনি দেশটিতে ধর্ষণ কাণ্ড। কোনো কোনো রাজ্যে আরও বেড়েছে। 

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
আইএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ধর্ষণ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db