ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, নভেম্বর ৫, ২০১৭
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সৌদি যুবরাজ নিহত

সৌদি যুবরাজ মানসুর বিন মুকরিন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দেশটির আসির প্রদেশের দক্ষিণে ইয়েমেনের সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানাচ্ছে।

সৌদি আরবের নিউজ চ্যানেল আল ইকবারিয়া জানাচ্ছে, আসির প্রদেশের ডেপুটি গভর্নর প্রিন্স মানসুর বিন মুকরিনসহ আরও কয়েকজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

তবে দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা জানা যায়নি।

শনিবার (৪ নভেম্বর) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেন বিমানবাহিনী। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।  

উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।