ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আটলান্টিকে টাইফুন ‘লান’, শক্তি যোগাবে আগামী দু’দিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, অক্টোবর ১৮, ২০১৭
আটলান্টিকে টাইফুন ‘লান’, শক্তি যোগাবে আগামী দু’দিন উপগ্রহ চিত্রে টাইফুন ‘লান’

আটলান্টিকে আরো একটি সামুদ্রিক ঝড় সৃষ্টি হয়েছে, যা আগামী দুইদিন শক্তি যুগিয়ে সুপার টাইফুনে রূপ নেবে। এতে বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৫০ মাইল।

যৌথ টাইফুন সর্তকীকরণ কেন্দ্র জানিয়েছে, টাইফুন ‘লান’ বর্তমানে ফিলিপাইন ও গুয়ামের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। যা ঘণ্টায় ৭৫ মাইল বেগে অগ্রসর হচ্ছে।

এর গতিবেগে বলছে, ঝড়টি ক্যাটাগরি ৫ টাইফুনে পৌঁছাতে পারে।  

বলা হচ্ছে, আগামী শুক্রবার (২০ অক্টোবর) বা শনিবার (২১ অক্টোবর) নাগাদ ‘লান’ জাপানের ভূ-খণ্ডে পৌঁছবে। যা দেশটির পূর্ব উপকূল দিয়ে অতিক্রম করবে।

তবে এতো আগে ঝড়টির গতিপথের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বলতে পারছেন না আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।