ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাষ্ট্রপতি পদে আদভানিকেই চেয়েছিলো ৮০ ভাগ বিজেপি কর্মী’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, অক্টোবর ১৩, ২০১৭
‘রাষ্ট্রপতি পদে আদভানিকেই চেয়েছিলো ৮০ ভাগ বিজেপি কর্মী’ বিজেপি সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা; ছবি- সংগৃহীত

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি পদে বর্ষীয়ান রাজনৈতিক এবং বিজেপি নেতা এলকে আদভানিকেই চেয়েছিলো বিজেপির ৮০ ভাগ নেতাকর্মী। এমন দাবি করলেন বিজেপি দলীয় সংসদ সদস্য এবং দলে কট্টর মোদিবিরোধী হিসেবে পরিচিত বলি্উডের প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

ভারতের একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন সিনহা বলেন, আমার দলের ৮০ ভাগ কর্মীই আদভানিকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চেয়েছিলো।

সম্প্রতি হয়ে যাওয়া ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থী ছিলেন দলিত নেতা রামনাথ কোভিন্দ।

তবে দলের একটি অংশ প্রেসিডেন্ট পদে এল কে আদভানির নাম প্রস্তাব করেছিলো।

৮৯ বছর বয়সী এল কে আদভানি বর্তমানে রাজনীতি থেকে এক প্রকার বাইরেই অবস্থান করছেন। তবে মোদি এবং তার ঘনিষ্ঠ মিত্র বিজেপি সভাপতি অমিত শাহ বিরোধী বিজেপির অনেক নেতাই এল কে আদভানিকে তাদের রাজনৈতিক অভিভাবক মনে করেন। এই পক্ষের অন্যতম মুখ বিহার থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা।

মোদি ও অমিত শাহর কড়া সমালোচক শত্রুঘ্ন সিনহা প্রায়ই কঠোর ভাষায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।

তবে মোদি ও অমিত শাহর সমালোচনা করলেও বিজেপি ছাড়ার কোনো ইচ্ছা নেই বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।

তিনি বলেন, বিজেপি যখন দুইজন সংসদ সদস্যের দল ছিলো তখন থেকে তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। তাহলে তিনি দল ছাড়বেন কেন। পাল্টা প্রশ্ন করেন শটগান হিসেবে পরিচিত বলিউডের এই শক্তিমান অভিনেতা।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।