ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে আরও সহায়তার আশ্বাস চীনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে আরও সহায়তার আশ্বাস চীনের

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহ্ওয়ান এলাকায় সুফি সাধক লাল শাহবাজ কলন্দরের মাজারে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়েছে চীন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে সর্বাত্মক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংবাদ সম্মেলনে জানান, তারা এমন হামলায় গভীরভাবে শোকাহত। তাদের সরকার এর কড়া প্রতিবাদ জানাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিবাদ দমনে চীন পাকিস্তানকে ধারাবাহিকভাবে যে সহায়তা দিয়ে আসছিল তা অব্যাহত রাখবে। দিন দিন এই সহায়তা আরও বাড়ানো হবে।

এদিকে মাজার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

শুরু হওয়া জঙ্গিবিরোধী অভিযানে ১০০ জঙ্গির মৃত্যুর খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের সঙ্গে দুটি সীমান্ত পথও।

ঘটনার দায় স্বীকার করেছে আইএস। এ ঘটনায় অন্তত ৭৫ জন মানুষ মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।