ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রেক্সিট পরবর্তী কৌশল নির্ধারণে তুরস্কে টেরিজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
ব্রেক্সিট পরবর্তী কৌশল নির্ধারণে তুরস্কে টেরিজা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্য ক্রমেই বাণিজ্য সহায়তা বাড়াতে যাচ্ছে তুরস্কের সঙ্গে। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর শেষেই সোজা তুরস্কে চলে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে টেরিজা তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছান। সংক্ষিপ্ত সফরে এলেও একে ব্রেক্সিট পরবর্তী ব্রিটিশ বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ সফর বলা হচ্ছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিজব তৈয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন টেরিজা।

প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, বাণিজ্য বাদেও নিরাপত্তা ইস্যুর বিষয়টি আলোচনায় আসবে। পাশাপাশি দুই দেশের মধ্যে কৌশলগত দিকগুলোও উঠে আসবে। আরও যুক্ত হবে ব্রেক্সিট থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার মূল দিকগুলোও।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।