ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ বললেন ট্রাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ বললেন ট্রাম্প ট্রাম্প ও ম্যাডোনা, ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সংগীত তারকা ম্যাডোনাকে ‘বিরক্তিকর’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পবিরোধী সমাবেশে সরব থাকার জেরে ম্যাডোনার ওপর ক্ষেপে গিয়েই ট্রাম্প হয়ত এমন মন্তব্য করেছেন বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানায়।

সম্প্রতি ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, সে (ম্যাডোনা) সত্যিই বিরক্তিকর মানুষ।

প্রকাশ্যে সে যেমন মন্তব্য করেছে তা একেবারেই নিন্দার।

ম্যাডোনা ‘ট্রাম্প-বিরোধী’ নারী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ‘হোয়াইট-হাউজ’ উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। যার পরপরই ট্রেক্সাসের একটি বেতার প্রতিষ্ঠান তার এই বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ আখ্যা দিয়ে স্টেশন থেকে তার সবরকম গান বর্জনের ঘোষণা দেয়।

তবে ম্যাডোনা নিজেকে এ বিষয়ে দোষী মনে করেন না বলেও স্পষ্ট জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।