ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

ছায়ামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ছায়ামন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ টিউলিপ সিদ্দিকী

যুক্তরাজ্যের ছায়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে যাওয়ার প্রক্রিয়া শুরুর লক্ষ্যে বেক্সিটের সমর্থনে বিলের পক্ষে দল ভোট দিতে বলায় পদত্যাগপত্র জমা দেন তিনি। বিলটিকে সমর্থনে এমপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

বিবিসির খবরে বলা হয়, টিউলিপ সিদ্দিকী বলছেন, (তিনি) সামনের সারির আসনের সঙ্গে একাত্মতা বোধ করতে পারছেন না।
 
জেরেমি করবিনের কাছে লেখা পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন, ‘বিষয়টি আমার নির্বাচনীয় এলাকায় বিশাল অনিশ্চয়তা তৈরি করেছে, যেখানে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে, ইউনিয়ন ছেড়ে আসার বিষয়টি সম্ভাব্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি তৈরি করবে’।


 
ছায়া সরকারে ‘শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন’ হিসেবে শিশুকল্যাণ ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছিলেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন এলাকার এমপি টিউলিপ।
 
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।