ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে টেলিফোনে মোদীর সঙ্গে কথা বলবেন বলে ট্রাম্পের শিডিউল থেকে জানা গেছে।

ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুই নেতার কথপোকথন হবে।

  

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প আরো চার বিদেশি নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।  

শপথ গ্রহণের পর ট্রাম্প টেলিফোনে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে কথা বলেছেন।
 
নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি যেসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চান তার মধ্যে অন্যতম ভারত।

গত ৮ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর এক টুইট বার্তায় ট্রাম্পকে অভিন্দন জানিয়েছিলেন মোদী।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।