ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জানুয়ারি ২০, ২০১৭
তারকাদের পদচারণায় উৎসবমুখর ক্যাপিটল হিল ক্যাপিটল হিল (ফাইল ফটো)

ঢাকা: যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ ও তার স্ত্রী ফার্স্ট লেডি লরা বুশ, বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটনসহ বিভিন্ন তারকা, বিশিষ্টজন ও ভিআইপিদের উপস্থিতে উৎসবমুখর হয়ে উঠেছে ওয়াশিংটনের ক্যাপিটল হিল।

শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে মার্কিন কংগ্রেস ভবন খ্যাত ক্যাপিটল হিল ঝলমলে ও জাঁজমকপূর্ণ দেখা যায়।

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতেই ক্যাপিটল হিলে তাদের এই সমাগম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠানে যোগ দিতে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা রাস্তায় অবস্থান করছিলেন। অতিথিরা অভিজাত পোশাক পরে অভিষেক অনুষ্ঠানে স্বানন্দে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ৫৩৮টি ইলেকট্রোরাল কলেজ ভোটের মধ্যে ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন ট্রাম্প। আর হিলারি ক্লিনটন পান ২০২ ভোট। তবে ২০ লক্ষাধিক পপুলার ভোটে এগিয়ে থাকেন হিলারি।

আরও পড়ুন..

** ক্যাপিটল হিলে যাচ্ছেন ট্রাম্প-পেন্স, যাচ্ছেন ওবামা-বাইডেনও

** শেষবারের মতো ওভাল অফিস ছাড়লেন ওবামা

** ট্রাম্পের শপথানুষ্ঠানে চোখ বিশ্ববাসীর

** শপথ দিনে ট্রাম্পের সারাদিন

** শপথবাক্য পাঠের আগে চার্চে ট্রাম্প

**  ট্রাম্পের শপথানুষ্ঠানের টুকিটাকি

** বিদায় বেলায় ওবামাকে জড়িয়ে কাঁদলেন কর্মীরা

**নো ওবামা, নো ক্রাই
**‘আমি কথা দিচ্ছি তোমাদের, পরিবর্তন আসছে’
**ট্রাম্পের শপথের ডামাডোলে লম্বা বর্জনের মিছিলও

বাংলাদেশ সময়: ২১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই

 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।