ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

তুষারপাতে হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
তুষারপাতে হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট বাতিল হিথ্রো বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে প্লেন

ঢাকা: তীব্র তুষারপাতের আশঙ্কায় যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যা নাগাদ বিমানবন্দরটিতে কোনো ফ্লাইট অবতরণ বা উড্ডয়ন করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বিকেল ৩টার পর থেকে পরিচ্ছন্নকর্মীরা বিমানবন্দরের ট্যাক্সিওয়ে এবং রানওয়ে থেকে তুষার সরানোর পর তা ফ্লাইট চলাচলের উপযোগী হবে বলে জানিয়েছে জাতীয় এয়ার ট্রাফিক সার্ভিস (এনএটিএস)।

 

এতে ইউরোপের ব্যস্ততম এ বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামায় দেরি হতে পারে।  

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বলছে, ইউরোপজুড়ে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে ফ্লাইটের শিডিউল পরিবর্তন হতে পারে।  পরিবর্তিত শিডিউল জেনে নিতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।