ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কাবুলে জোড়া বোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কাবুলে জোড়া বোমা বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদ ভবনের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণ দু’টির মধ্যে একটি গাড়ি বোমা বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সিদিকি সিদ্দিকি।

সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানিয়েছেন অপর এক কর্মকর্তা।

প্রাথমিক বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া ‍যায়নি। তবে কোনো কোনো সংবাদমাধ্যম অন্তত ৫০ জনের প্রাণহানির কথা জানিয়েছে।

যদিও কোনো সূত্র এ তথ্য নিশ্চিত করেনি।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।