ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মোগাদিসু বিমানবন্দরের পাশে বোমা হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২০, জানুয়ারি ২, ২০১৭
মোগাদিসু বিমানবন্দরের পাশে বোমা হামলায় নিহত ৩ মোগাদিসু বিমানবন্দরের পাশে আত্মঘাতী বোমা হামলা, ছবি: সংগৃহীত

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসু বিমানবন্দরের পাশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (০২ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

পুলিশ জানায়, বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টের পাশে একটি গাড়িতে আত্মঘাতী বোমা হামলাটি হলে তিনজন নিহত হন।

এর কিছুক্ষণ পর অপর আরও একটি গাড়িতে হামলা হয়।

কে বা কারা এই হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি এবং কেউ দায়ও স্বীকার করেনি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।