ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াশিংটনে বিমান বিধ্বস্তে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ওয়াশিংটনে বিমান বিধ্বস্তে নিহত ৪ বিমান বিধ্বস্তের ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন ক্রু নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে ওয়াশিংটনের দাবব বে’র পাশে ক্যানেল এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিমানটি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলো। পরে অনুসন্ধান চালিয়ে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

দেশটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের মুখপাত্র (ডট) বারবারা লেবু জানান, বিধ্বস্ত বিমানের পাশেই ক্রুদের মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহতদের নাম প্রকাশ করা না হলেও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গেছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।