ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প টাওয়ারে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
ট্রাম্প টাওয়ারে আতঙ্ক ট্রাম্প টাওয়ার (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আবাসিকস্থল নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

ঢাকা: যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান আবাসিকস্থল নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে আতঙ্ক ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

৫৮ তলা বিশিষ্ট ভবনটির লবিতে সন্দেহজনক বিস্ফোরক একটি প্যাকেজ দেখে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এতে ওই টাওয়ারে দায়িত্বরত ব্যক্তিরা ছুটাছুটি করে পালিয়ে যান। তবে এ সময় ডোনাল্ড ট্রাম্প বড়দিন উপলক্ষে ছুটিতে ফ্লোরিডায় তার মার-অ্যা-ল্যাগো রিসোর্টে অবস্থান করছিলেন।

নিউইয়র্ক পুলিশ জানায়, শনাক্ত করা সন্দেহজনক প্যাকেজ তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কর্তৃপক্ষ ভয়ভীতির কিছ‍ু নেই বলে জানিয়ে সবাইকে জানিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।