ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত ২০০ কিমি সীমান্ত সিল হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বাংলাদেশ-ভারত ২০০ কিমি সীমান্ত সিল হচ্ছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং (ফাইল ছবি)

বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত পথ আগামী দেড়-দুই বছরের মধ্যে বন্ধ (সিল) করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রায় ২০০ কিলোমিটার সীমান্ত পথ আগামী দেড়-দুই বছরের মধ্যে বন্ধ (সিল) করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, এটি ভারতীয় জনতা পার্টি-বিজেপি সরকারের অন্যতম গুরুত্বের কাজ।

যা অচিরেই বাস্তবায়ন করে ফেলা হবে। ২২৩ দশমিক ৭ কিলোমিটার জায়গাজুড়ে ইন্দো-বাংলা সীমান্তের সব পথ বন্ধের প্রক্রিয়া চলমান বলেও মত দেন তিনি।

ভারতের আসামের গোহাটিতে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আসামের জনগণের অধিকার রক্ষার বিষয়ে সংবিধান অনুযায়ী সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।

পার্টির নেতাদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যাদের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে চাই। যাতে আগামীতেও আমরা বিভিন্ন ধরনের প্রকল্পকে এগিয়ে নিতে পারি।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল এ সময় অভিমত প্রকাশ করেন, অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে এমন সিদ্ধান্ত বেশ কাজে দেবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।