ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ডিসেম্বর ১৯, ২০১৬
রাশিয়ায় বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা: রাশিয়ায় বিষাক্ত মদপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ৪০ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইবেরিয়ার ইরকুস্ক শহরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

জানা যায়, মদ পানের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ওই মদ পরীক্ষা করে মিথানলের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় যেখান থেকে ওই মদ কেনা হয়েছিলো পুলিশ সেই দোকানের অনুসন্ধান করছে।

একইসঙ্গে এ ঘটনায় অপরাধ বিষয়ক তদন্তু শুরু করেছে কর্তৃপক্ষ। বিষাক্ত মদপানে রাশিয়ায় প্রায়ই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে ইরকুস্ক শহরের এবারের ঘটনাটি বছরের উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।