ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

২২ বছর পর ক্ষমতা হারালেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
২২ বছর পর ক্ষমতা হারালেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া

দীর্ঘ ২২ বছর পর ক্ষমতা হারিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইয়াহিয়াকে পরাজিত করে অ্যাডামা ব্যারো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ঢাকা: দীর্ঘ ২২ বছর পর ক্ষমতা হারিয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইয়াহিয়াকে পরাজিত করে অ্যাডামা ব্যারো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সে দেশের নির্বাচন কমিশনের বরাত দিয়ে শুক্রবার (০২ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

অ্যাডামা ব্যারো ২ লাখ ৬৩ হাজার ৫১৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ইয়াহিয়া পেয়েছেন ২ লাখ ১২ হাজার ভোট।

ইয়াহিয়া জামে ১৯৯৪ সালে ২৯ বছর বয়সে সেনা কর্মকর্তা থাকাকালে সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেশটির প্রেসিডেন্টের ক্ষমতায় আসীন হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।