ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে এক টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন। নিহত সবাই নিজ বাসাতেই প্রাণ হারান।

ঢাকা: যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আলাবামা অঙ্গরাজ্যে এক টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চারজন।

নিহত সবাই নিজ বাসাতেই প্রাণ হারান।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টার দিকে টর্নেডোটি আঘাত হানে। এতে গির্জা, প্লাজাসহ ১৫ থেকে ২০টি ভবন বিধ্বস্ত হয়েছে। হাইওয়ে, গাছপালাসহ বিভিন্ন ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

দেশটির জাতীয় আবহাওয়া সেবা অফিস জানায়, দিক্লাব কাউন্টিতে ২৪ ঘণ্টার একটি ডেয়ারকেয়ার সেন্টার সম্পূর্ণরুপে বিধ্বস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।