ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলীয় ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ব্রাজিলীয় ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ব্রাজিলের একটি স্থানীয় ক্লাবের ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৯ জন ক্রু রয়েছেন।

ঢাকা: ব্রাজিলের একটি স্থানীয় ক্লাবের ফুটবলারসহ ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ায় একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৯ জন ক্রু রয়েছেন।

জ্বালানি সংকটের কারণে রোববার (২৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সোয়া ১০টার দিকে লামিয়া বলিভিয়া নামে এলএমআই ২৯৩৩ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এ সময় প্লেনটিতে বৈদ্যুতিক সমস্যার কথা বলছে কোনো কোনো সংবাদমাধ্যম।

প্লেনটিতে ব্রাজিলের প্রাদেশিক চ্যাপেকোয়েন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়রা ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশ নিতে ব্রাজিল থেকে তারা কলম্বিয়া যাচ্ছিলেন।

এ ঘটনায় অন্তত ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।  তবে এতে কোনো তারকা খেলোয়াড় ছিলেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।  

এদিকে বিধ্বস্তের ঘটনার খবর পেয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন টুর্নামেন্টটি বাতিলের ঘোষণা দিয়েছে।

**কলম্বিয়ায় প্লেন বিধ্বতে ৬ জন জীবিত উদ্ধার

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬/আপডেট: ১২১৬ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।