ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতিদের সংঘর্ষ, নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতিদের সংঘর্ষ, নিহত ৫৪

আফ্রিকান দেশ উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতি মিলিশিয়াদের সংঘর্ষে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা।

ঢাকা: আফ্রিকান দেশ উগান্ডায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতি মিলিশিয়াদের সংঘর্ষে অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ কর্মকর্তা।

 

এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তা ও চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় শনিবার উগান্ডার কঙ্গো সীমান্তে এ ঘটনা ঘটে বলে দেশটির রোয়েনজুরি অঞ্চলের পুলিশের মুখপাত্র ফেলিক্স কাওয়ায়েসির বরাত দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে উপজাতি রাজা ও তার প্রজা-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। এই হামলা সেই বিবাদের অংশ বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।