ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

স্বাধীনতা দিবসে সহিংসতার আশঙ্কায় কাশ্মীরে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০
স্বাধীনতা দিবসে সহিংসতার আশঙ্কায় কাশ্মীরে কারফিউ জারি

শ্রীনগর: ভারত শাসিত কাশ্মীরে শনিবার কারফিউ জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের সরকারি ছুটির দিনে অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আগাম সতর্কতা হিসেবে এ কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।



শ্রীনগরের প্রধান জেলা ম্যাজিস্ট্রেট মেরাজ কাকরো বলেন, ‘আইনের শাসন বজায় রাখার জন্য শ্রীনগরে আমরা কারফিউ জারি করেছি। ’

শ্রীনগরের পুলিশ লাউডস্পীকারের মাধ্যমে কারফিউ ও সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে।

গত ১১ জুন শ্রীনগরে পুলিশের গুলিতে এক স্কুল ছাত্র নিহত হওয়ার পর নতুন করে সহিংসতায় দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার শ্রীনগরে ৬৫ বছরের এক বৃদ্ধসহ তিন কিশোর শিক্ষার্থী নিহত হয়।

পুলিশ জানায়, সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্যসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের আগে ওই হতাহতের ঘটনার কর্তৃপক্ষ কারফিউ জারি করলো।

এদিকে কারফিউ নিশ্চিত করতে শনিবার সকালেই সেনারা শ্রীনগরের সড়ক দখল করতে শুরু করে।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতা দিবসের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করে থাকে। মুসলমান সংখ্যাগরিষ্ঠ ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের বিক্ষোভকারীরা গত দুই দশক ধরে নয়া দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।