ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ডায়নোসরের পায়ের ছাপ হুমকির মুখে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১
ডায়নোসরের পায়ের ছাপ হুমকির মুখে

অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার কিম্বারলি এলাকায় সম্প্রতি আবিষ্কৃত ডায়নোসরের পদচিহ্ন বা পায়ের ছাপ হুমকির মুখে পড়েছে।
দেশটির প্রস্তাবিত তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রকল্পের কারণে পায়ের ছাপ হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন শীর্ষ স্থানীয় এক বিশেষজ্ঞ।



বিজ্ঞানীরা সম্প্রতি ওই এলাকায় ডায়নোসরের পদচিহ্ন আবিষ্কার করেন।

রোয়েবাক বের উত্তর থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার কেপ লিভিক পর্যন্ত বিস্তৃতি ২০০ কিলোমিটার উপকূলজুড়ে প্রায় ১৫ প্রজাতির ডায়নোসরের পদচিহ্ন রয়েছে। ১৮ কোটি বছরের পুরানো বেলে পাথরে এ সব পদচিহ্ন রয়েছে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ ড. স্টিভেন সালিসবারি বলেছেন, ‘কিম্বারলিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় ডায়নোসরের পদচিহ্ন রয়েছে। ’

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এলএনজি’র প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে ডায়নোসরের অনেক পায়ের ছাপ এবং চলাফেরার চিহ্ন ধ্বংস হয়ে যাবে। এ ছাড়া বাদবাকি পায়ের ছাপও হুমকির মুখ পড়বে। ’

তিনি আরও বলেন, ‘কিম্বারলিতে ডায়নোসরের যে সব পায়ের ছাপ রয়েছে সেগুলোকে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। এ এলাকায় কোনো কোনো ডায়নোসরের পদচিহ্ন ১.৭ মিটার পর্যন্ত দীর্ঘ। ’

ড. স্টিভেন সালিসবারি বলেন, ‘যে সব ডায়নোসরের পায়ের ছাপ এতো বিশাল সেগুলোর কোমর মাটি থেকে অন্তত ৬ থেকে ৭ মিটার উঁচু ছিল। দৈর্ঘ্যে ছিল ৩০ মিটার। ’

তিনি বলেন, ‘ডায়নোসরের বসবাসের কারণে এ অঞ্চলের বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। এ ছাড়া এ অঞ্চলটি স্থানীয় আদিবাসীদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।